স্টাফ রিপোর্টার : স্বপ্নের পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন । পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। সরকারের মূল আয়োজন থাকবে পদ্মার দুই পাড়ে।
পদ্মা সেতু উদ্বোধনের পর বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে জনসভায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে রীতিমতো ইতিহাসের বৃহৎ জনসমুদ্রে রূপ নেবে বলে প্রত্যাশা করছে দলটি। জনসভা সফল করতে সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
“চল চল চল, স্বপ্নের পদ্মাসেতু চল” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতানী, ভাদড়া, কুশখালীসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাষ্টার, যুবলীগ নেতা রানাসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।