স্টাফ রিপোর্টার : আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল করতে গ্রামে গ্রামে গণসংযোগ অব্যাহত রেখেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মোড়, পার কুখরালী মোড়, টিবি হাসপাতাল মোড়, মেজো মিয়ার মোড়, সরদার পাড়ার মোড়সহ পৌর বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
এসময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলের। গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু স্থানীয় জনসাধারণকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উদ্বুর্দ্ধ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।