ডেস্ক রিপোর্ট : চলতি বছরেই টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরের মধ্যে কর্ণফুলী নদীতে নির্মীয়মাণ দেশের একমাত্র ও এশিয়ার সর্ববৃহৎ টানেল প্রকল্প ‘বঙ্গবন্ধু টানেল’-এর কাজ শেষ হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে এই মেগা প্রকল্পের ৮৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর মাত্র ১৪ শতাংশ কাজ শেষ হলেই নতুন ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ। যদিও করোনার কারণে চীনের সাংহাই বন্দরে লকডাউন চলায় টানেলের বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ ব্যাহত হয়েছে। তাই নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে।
এদিকে স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়ন হলে অথনৈতিক বিপ্লব ঘটবে দক্ষিণ চট্টগ্রামে। এই টানেল কক্সবাজার হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত সড়ক নেটওয়ার্ককে গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।