পবিত্র সিরাতুন্নবী(সা.) উপলক্ষে মসজিদে ফেরদৌস জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে রবিবার এশার নামাজ শেষে কলারোয়া পৌর সদরের ঝিকরা কলেজ পাড়ায় মসজিদে ফেরদৌস জামে মসজিদে উক্ত দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোবারক মোড়ল, সাধারণ সম্পাদক এনায়েত খান টন্টু, মাগফুর রহমান। দোয়া পরিচালনা করেন হাফেজ আবদুল কুদ্দুস চট্রগ্রাম।