আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর ২৩) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের ৮নং ওয়ার্ডের পলাশপোলে এলাকায় সাবেক সংসদ সদস্য এড. এএফএম এন্তাজ আলীর বাসভবনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী সুমন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদস্য নাজমুন আসিফ মন্নি, ইসমত আরা, নারী নেত্রী দোলন আরা, সুফিয়া খাতুন, মেহেরুন্নেছা প্রমুখ।
সভা পরিচালনা করেন সাংবাদিক মেহেদী আলী সুজয়। সভায় উপস্থিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নারী নেত্রীবৃন্দ বর্তমান সরকারের সময়ে সারাদেশের পাশাপাশি সাতক্ষীরা জেলায় উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন।
তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি বলেই দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা। কিন্তু এই উন্নয়নের ধারা থামিয়ে দিয়ে দেশকে পুনরায় পিছনের দিকে টেনে নিয়ে যেতে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বক্তারা দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র অপপ্রচার রুখে দিতে নারীদেরকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি