অনলাইন ডেস্ক : প্রথম সেশনে পঞ্চাশের আগেই ৪ ব্যাটারকে হারানো বাংলাদেশ পরের দুই সেশন কাটাল উইকেটহীন। তাতে নির্ভার থেকেই চট্টগ্রাম টেস্টের প্রথমদিন শেষ করতে পেরেছে বাংলাদেশ।
লিটন দাস ও মুশফিকুর রহিমের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের দিচ্ছে বড় সংগ্রহের আশা।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে ২৫৩ রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পড়ন্ত বিকেলে ফ্লাডলাইটের আলোতে কিছুক্ষণ খেলা হলেও পুরো ৯০ ওভার গড়ায়নি।
৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা। শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল ৯টা ৪৫ মিনিটে। প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া লিটন ১১৩ রানে অপরাজিত আছেন। মুশফিক দাঁড়িয়ে অষ্টম সেঞ্চুরির কাছে। ৮২ রানে অপরাজিত তিনি।
এই জুটির পর বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার আছেন ইয়াসির আলি রাব্বি ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইয়াসিরের চলতি টেস্টেই অভিষেক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন মিরাজ।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটে মিরাজের কাছ থেকেও রান প্রত্যাশা করা যেতে পারে। একাদশে শুধুই বোলারের ভূমিকায় থাকা তিনজন হলেন তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।
সকালের প্রথমঘণ্টা ছাড়া সাগরিকায় বোলারদের সুবিধা পেতে দেখা যায়নি। উইকেটে হালকা ঘাস থাকলেও সেটি ব্যাটারদের জন্য হুমকি হতে পারেনি। শুরুতে পাকিস্তান বোলাররা বাংলাদেশকে চাপে রাখে। পরে আর সুবিধা করতে পারেনি।