পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের বড়কাশিপুর গ্রামে নৌকার নির্বাচনী কার্যালয়ে দূষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
স্থানীয় গ্রামবাসি ও যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম জানায় শুক্রবার রাত অনুমান সাড়ে ৮ টার সময় আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রায় ২শ গজ দুরে সভা চলছিল হঠাৎ অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ২/৩ জন ব্যক্তি বাগানের দিকে দৌড়ে পালিয়ে যায়। এতে অফিস কক্ষের ব্যানার পুড়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে তিনি জানান নির্বাচনের পরিবেশ নষ্ট করতে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে তবে এ রিপোট লেখা পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। ঘটনার প্রতিবাদে নৌকা প্রতীকের সমার্থকরা পাটকেলঘাটায় প্রতিবাদ সভা করে।