সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় নৈশ প্রহরীর বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পারকুমিরা গ্রামের জব্বার আলী শেখের পুত্র নৈশ প্রহরী মুক্তার আলী শেখ (৫৫)’র বাড়ীতে চোর সিন্ডিকেটের সদস্যরা প্রবেশ করে।
এসময় মুক্তার শেখ বাড়ীতে না থাকার সুযোগে কৌশলে তার ঘরে রক্ষিত নগদ টাকাসহ ১ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এর ভিতরে নগদ ১২ হাজার ৫শ টাকা, বাক্সে রাখা ২ ভরি স্বর্ণালংকার, স্ত্রী বেবী বেগমের কানে থাকা ৩ আনা ওজনের কানের খুলে নিয়ে যায়। এ ব্যাপারে পাটকেলঘাটা একটি মামলা হয়েছে। মামলা নং-১। তাং-০২/০৩/২২ইং।