নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২১ জানুয়ারি) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় পাটকেলঘাটা প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আব্দুল মতিন। আরামটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন প্রমুখ।
বক্তারা সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে নতুন পণ্য সম্পর্কে ধারণা দেন। সভায় পাটকেলঘাটার ৩০ জন পাইকারী ও ডিলার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।