পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ হোসেনের কার্যালয়ে কেককাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ হোসেন। বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, তালা উপ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হক, ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন, টিপু সুলতান, আসাদুজ্জামান মিন্টু, আব্দুর রহমান, শেখ টিপু, আবেদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।