পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে কুমিরা ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ক কৃষকলীগের আহবায়ক শেখ শাহবাজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব বিশিষ্ঠ কন্ঠশিল্পী ইদ্রজিৎ কুমার সাধু, উপজেলা সদস্য মোঃ তরিকুল ইসলাম, শেখ আব্দুর রহমান, লিটন মোড়ল প্রমুখ।
বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক নেতারা এসময় ইউনিয়ন কৃষকলীগের কার্যক্রমকে সমৃদ্ধ ও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অতিথির বক্তব্যে কৃষক নেতা ইদ্রজিৎ সাধু বেশ তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেন। এসময় কৃষক নেতাদের মধ্যে উচ্ছসিত ভাব পরিলক্ষিত হয়। কৃষক নেতাদেরকে তিনি বিভিন্ন ভাবে উজ্জীবিত করেন।
সভায় সবার সম্মতিক্রমে আগামী ৮ই অক্টোবর শুক্রবার ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন সফল করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃষক নেতা হাফিজুর রহমান, শংকর কুমার দে, মোঃ আরশাদ আলী, মোঃ মতিয়ার রহমান, শেখ রাজু আহম্মেদ, কেসমত আলী মোড়ল, মোঃ মুজিবর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।