সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ির চাঞ্চল্যকর গোলাম মোড়ল হত্যাকান্ডে মামলায় স্ত্রী রেহেনা পারভীর ও প্রেমিক রাব্বিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বুধবার সকালে পুলিশ গোলাম মোড়ল হত্যাকান্ডের সন্দেহে তার স্ত্রী রেহেনা, পুত্র সাগর হোসেন ও রেহেনার প্রেমিক রাব্বিকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় বুধবার রাতে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়। মামলা নং-০৫/৩০। তাং ০২/০৩/২২ইং। পরে আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ পুত্র সাগরে কে ছেড়ে দিলেও হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় যশোর ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের জের আলীর মোড়লের পুত্র রাব্বি (২৫) ও নগরঘাটা মঠবাড়ীর হান্নান আলী মোড়লের কন্যা রেহেনা পারভীন (৩৮) কে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।