পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে ঢাকার সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এই গুনীব্যক্তির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুকন্যা সত্নান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসর নামাজের পর ভারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনে শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শিক্ষক বীরেন সরকার, মরহুমের ছেলে আনিসুজ্জামান, মাও. মনিরুল হক। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহন করে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম গিয়াসউদ্দিন আহমেদ ১৯৪৩ সালে ভারসা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাকরি জীবনে ইংরেজি শিক্ষক হিসাবে সুনামের সহিত চাকুরি জীবন অতিবাহিত করেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।