সৈয়দ মাসুদ রানা , পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় মহিলাসহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পুলিশের অভিযানে সি আর ২৪২/২২ এর মামলার আসামী খোর্দ্দ গ্রামের ওহিদুজ্জামান খানের স্ত্রী ছাবিনা খাতুন ও ৪(১০)২২ নং এর মামলার আসামী এনায়েতপুর গ্রামের সাহেব আলীর পুত্র আল মামুন (১৭) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এদিকে, অপর এক অভিযানে পাটকেলঘাটার খলিষখালীতে ৪০ গ্রামসহ এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে খলিষখালী বাজার থেকে দুধলী গ্রামের আব্দুল লতিফ সরদারের পুত্র নজরুল ইসলাম (২৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে স্থানীয় ক্যাম্প পুলিশ। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-১৫(০১)২৩। তাং-২৪/০১/২৩ ইং।