পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় এক ব্যাবসায়ীর পৈত্রিক জমিতে বসত ঘর নির্মান করতে গিয়ে বাঁধা সহ জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আপন বোন ও ভাগ্নের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে জেলার পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামে ঘটানটি ঘটে।
সরজমিনে গেলে ভুক্তভোগী ব্যাবসায়ী মহাব্বত আলী শেখের ছেলে মাহাবুর রহমান (৬৫)জানান, আমি দাদুপর মৌজার ৩১৫/৩১৬/৩৩১/৪১১/৪১২দাগের. ৩১শতক পৈত্রিকজমিতে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছি। এরমধ্যে. ৯ শতক জমিতে ২০২০ সালে বসতঘর নির্মান করতে গিয়ে একই এলাকার আমার বোন আছিয়া খাতুন ও ভাগ্নে আতিয়ার রহমান বাঁধার সম্মুখীন হই ।
এরপর তারা লোকজন নিয়ে আমার কয়েক বার জমি জবর দখলের চেষ্টা চালায়।স্থানীয় জনপ্রতিনিধি সহ থানা পুলিশের দারস্থ হয়ে প্রতিকার না পেয়ে আমি ওই সময়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিষ্টেড আদালতে একটি ১৪৫ ধারায় মামলা দ্বায়ের করি। আমলী আদালতের মামলা নং-৩৭৬/২০। আদালত আমার স্বপক্ষে কাগজ পত্র দেখিয়া জমিতে শান্তি শৃঙ্খলা বাজায় রাখা সহ প্রতিবেদন দাখিলের জন্য তালা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।
পরবর্তীতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন আমার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করার পর আদালত ঐ মামলায় আমারপক্ষে রায় দেয়।এরপর গতকাল সোমবার থেকে পুনারায় ওই স্থানে ঘর নির্মানের কাজ শুরু করি। কিন্তু আজ সকালে আতিয়ার পুলিশ নিয়ে ঘর নির্মানে বাঁধা দেয়।
তিনি আরো জানান, আমি একজন দরিদ্র ব্যাবসায়ী ওই টুকু জমি ছাড়া আমার তেমন কিছু নাই। আমার বোন ভাগ্নে বিত্তশালী হওয়ায় তারা আমাকে নানা ভাবে হয়রানী সহ জমি দখলের জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।এছাড়া আমি তাদের নামে আদালতে ৭ ধারায় মামলা করেছি। মামলা চলমান রয়েছে। বর্তমানে আমি নিরুপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশানের কাজে ন্যায় বিচার আশা করছি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আতিয়ার রহমানের সাথে কথা বললে তিনি জানান, ওই সম্পত্তির মালিক আমার নানা মহাব্বত শেখ আমার মা আছিয়া খাতুন সম্পত্তির ফারাজী আংশীদার। এছাড়া বর্তমান জরিপ রেকর্ড মালিক আমার মা আছিয়া খাতুন। মাহাবুর মামা আমার মায়ের সম্পত্তি দীর্ঘদিন যাবৎ জবর দখল করে খাচ্ছে। এছাড়া আমার মামা জমির দখল বজায় রাখতে জোরপূর্বক ঘর নির্মান করতে আদালতে মামলা করে ভিন্ন কৌশাল অবলম্বন করে আসছে। সোমবার সকালে সে পুনারায় ঘর করতে গেলে আমরা পাটকেলঘাটা থানা পুলিশের কাছে অভিযোগ করি। পুলিশ এসে ঘর নির্মানের কাজ বন্ধ করে দিয়ে চলে যায়।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানার পুলিশ উপ -পরিদর্শক জোর্তিময় মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় আতিয়ার রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলা বাজায় রাখার জন্য দুই পক্ষকে বলে দিয়েছি বলে জানান।