সৈয়দ মাসুদ রানা ॥ পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা ওভারব্রীজের উপর মাহেন্দ্র, ইজি বাইক, থ্রি হুইলার মালিক শ্রমিকদের জটিলতা কোনভাবে কাটছে না। গত ১১ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতি রেজিঃ নং-খুলনা-২১৯৯ কে বিভিন্ন ধরনের অনিয়ম দূর্ণীতির অভিযোগের ভিত্তিতে স্থানীয় শ্রমিকলীগ উক্ত ওভারব্রীজ থেকে মালিক সমিতির স্ট্যাটার সরিয়ে শ্রমিকদের ভিতরের কর্ম সংস্থান সৃস্টি করে স্ট্যাটার দিয়ে বেশ কয়েকটি রুটে সিরিয়ালের ভিত্তিতে মাহেন্দ্র থ্রি-হুইলার, ইজিবাইক চালিয়ে যাচ্ছে।
ইজি বাইক স্ট্যাাটার মনিরুল ইসলাম বলেন, ওভারব্রীজের উপর থেকে প্রায় ৪৫/৫০ টা ইজিবাইক চলাচল করে। আর প্রতিটা ইজিবাইক থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এ টাকা থেকে ৩৫০ টাকা বেতন দেওয়া হচ্ছে আদায়কারীর। এছাড়া রোডে চলাচল কারী ইজি বাইক গুলোকে মাসিক ১০০টাকা দেওয়ার জন্য বলা হয়েছে।
অপর দিকে মাহেন্দ্র থ্রি হুইলারের চালক মোঃ আব্দুর রহিম, টিটু মোড়ল, সুমন শেখ, আজিজুর রহমান, সাদ্দাম হোসেন, আশ্রব বলেন, ওভারব্রীজ থেকে ৪০/৪৫টা মাহেন্দ্র চলাচল করে। আগে মালিক সমিতি প্রতি মাহেন্দ্র থ্রি-হুইলার প্রতি ২৫/৩০ টাকা নিতো সেখানে বর্তমানে শ্রমিকলীগের যারা দায়িত্বে আছে তারা নিচ্ছে মাত্র ১০ টাকা আর মাসিক যেখানে আগে দেওয়া লাগতো ৫০০/৫৫০ টাকা এখন ৩০০ টাকা দেওয়ার জন্য বলা হয়েছে।
ওভারব্রীজের বর্তমানে দায়িত্বে থাকা কুমিরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুমন কাগজী বলেন, সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতি বিভিন্ন প্রকার অনিময় দূর্ণীতিতে ভরে গেছে। অধিকাংশ ইজি বাইক চালক সমিতির রোষানলে পড়ে নির্যাতনের স্বীকার হয়েছে। শ্রমিকরা একত্রিত হয়ে মালিক সমিতির উপর ফুসে উঠেছে।
সাধারন সম্পাদক আল আমিন সরদার বলেন, ৩০ টাকার জায়গায় ১০ টাকা ৫০০ টাকার জায়গায় ১০০ টাকা করা হয়েছে সকল চালক শ্রকিদের মতামতের ভিত্তিতে এতে সকল ইজি বাইক মাহেন্দ্র থ্রি-হুইলার মালিক ও চালকরা অনেক খুশি। সারাদিন গাড়ী চালানোর পরে তারা কিছু টাকা বর্তমানে বাড়ী নিয়ে যেতে পারছে যেটা আগে সমিতি কে দিয়ে যেতে হতো।
সরুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা,অটোটেম্পু মালিক সমিতি দীর্ঘ দিনেও শ্রমিকদের কোন হিসাব না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে খেয়েছে। সমিতির বিরুদ্ধে কথা বললে চলেছে নির্যাতন। যে চালক বা শ্রমিক তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের ১/২ সপ্তাহের জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচলের কার্যক্রম।