সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি : পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে দু’জন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব ১৫-১৫৯০) যাত্রীবাহী বাসটি পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনের জামতলা নামক স্থানে পৌঁছালে বাজারের সংযোগ সড়ক হয়ে খুলনা-সাতক্ষীরা মহা সড়কে উঠার সময় মূখোমূখি সংঘর্ষ ঘটে।
এসময় যাত্রীবাহী বাসের সামনে ধাক্কা খেয়ে ইজিবাইকটি দূমড়ে মুচড়ে যায়। মারাতœক আহত অবস্থায় ইজিবাইক চালক সাতক্ষীরার দোহাখোলা গ্রামের মোজাম্মেল হকের পুত্র শেখ মখফিরুল্লাহ (৫৫)ও অজ্ঞাত এক মহিলা কে স্থানীয় পপুলার ক্লিনিকে ভর্তি করে।
তাদের দুজনের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।