সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি : পাটকেলঘাটায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ জন কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে থানা পুলিশ অভিযান চালিয়ে সি আর ০৫/২২ এর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী গড়েরডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহিম মোল্যার পুত্র ইসমাইল হোসেন মোল্যা কে গ্রেফতার করে।
এছাড়া ৫৪/২১ এর মামলায় যুগীপুকুরিয়া গ্রামের ইফাজতুল্লাহর পুত্র জহুরুল ইসলাম (৪৮), জি আর ১৯/১৭ এর মামলায় একই গ্রামের ইমান আলীর পুত্র কামরুল ইসলাম, সি আর ৪৩৪/২১ এর মামলায় মানিকহার গ্রামের সুলীনের পুত্র সুজন, সি আর ১৮৯/২১ এর মামলায় ওমরপুর গ্রামের মৃত সলেমান মনির পুত্র মোস্তফা আলী ও সি আর ৮৭/১৭ এর মামলায় জুজখোলা গ্রামের মৃত আয়ুব আলী মোড়লের পুত্র ইসমাইল মোড়ল কে গ্রেফতার করে।