পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটার মির্জাপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত রক্তদান কেন্দ্র যার রেজি নং ৪০৬/০২। কেন্দ্রটি ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৮ সাল থেকে রক্তদান কর্মসুচিতে মানুষের সেবায় আজও নিয়োজিত রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে ৮০০জন সদস্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত তালা পাটকেলঘাটা যশোর সাতক্ষীরা মানুষের মাঁঝে ৬ হাজার ব্যাগ রক্ত বিনামুল্যে দান করেছেন। প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম জানান, পাটকেলঘাটা মির্জাপুর বাজারে তিন শতক জমির ওপর কেন্দ্রটি নির্মান করে তার প্রতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে আসছিল।
সম্প্রতি সড়ক জনপদের উচ্ছেদ অভিযানে ক্লাবের জায়গাটি রের্কডীয় সম্পত্তি হওয়া ভাংচুর চালায় স.জ কর্তৃপক্ষ। বাধ্য হয়ে চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন দিলে জেলা প্রশাসক তালা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্ত দীর্ঘদিন পরেও ব্যাবস্থা নেয়নি নির্বাহী কর্মকর্তা বলে অভিযোগ করেন তিনি।
রেজাউল করিম আরো জানান, সপ্তাহ খানেক আগে পাশের জমির মালিক ওই জায়গায় ঘর নির্মানের চেষ্টা চালায়। আমি বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে দখলযজ্ঞ বন্ধ করে দেয়। বর্তমানে আমি এখন নিরুপায় হয়ে প্রশাসনের দার প্রান্তে ঘুরছি কিন্ত কোন প্রতিকার পাচ্ছিনা। আমি এখন সাংবাদিকদের মাধ্যমে নতুন করে রক্তদান কেন্দ্রটি স্থাপনের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয়রা জানায়, রেজাউল করিমের স্বেচ্ছাসেবী সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্ত দান সহ গরীব দূঃখী মানুষের পাশের সব সময় নিয়োজিত থাকে। ভাষা দিবস জাতীয় শোক দিবস সহ বিভিন্ন জাতীয় দিবসে সংগঠনটি রক্তদান সহ নানা কর্মসুচি গ্রহন করে থাকে। আমারা চাই সরকারী সাহায্যের মাধ্যমে তার প্রতিষ্ঠানটি টিকে থাকুক তাহলে জনসাধারণ উপকৃত হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত রায় জানান, জায়গাটি সড়ক জনপদ বিভাগের হওয়ার কারনে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি