সৈয়দ মাসুদ রানা ॥ পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি : পাটকেলঘাটা ত্রিশ মাইল নামক স্থানে ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেলের মুখোমূখি সংর্ঘষে মাসুদ সরদার নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। এসময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুন (৪৪) মারাত্বক আহত হয়।
সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সাড়ে ৬টার দিকে ত্রিশ মাইল তেলপাম্প সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা থেকে দ্রুত গতিতে আসতে থাকা ইঞ্জিন ভ্যানের সাথে খুলনা দিক থেকে আসা বাগেরহাট কান্দিয়ার হাজ্বী মোহম্মদ মুনছুর আলী সরদারের পুত্র অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাসুদ সরদার ও স্ত্রী শেফালী খাতুন তার মেয়ের বাড়ী কলারোয়ার সোনাবাড়ী ইউনিয়নের বাটরা গ্রামে মোটরসাইকেলে যাওয়ার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে সেনা সদস্য নিহত হয় এবং তার স্ত্রী মারাত্বক হলে স্থানীয়রা সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ কে লাশ ও ইঞ্জিন ভ্যান বুঝিয়ে দেন। তবে ইঞ্জিন ভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি।