সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি : হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পাটকেলঘাটা শাকদহ গ্রামের দিপক সরকার নামের এক যুবক। বুধবার বিজ্ঞ রোটারী পাবলিক এর কার্যালয় সাতক্ষীরায় উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহনের ঘোষনা দেন তিনি।
বর্তমানে সরকারি এক হলফনামায় স্বাক্ষর করে তিনি এ ঘোষণা দিয়েছেন। আগে তার নাম ছিল দিপক সরকার। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নাম নিয়েছেন মোঃ রোকন উদ্দীন সরদার। হলফনামায় নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘দিপক সরকার এর পরিবর্তে এখন থেকে রোকন উদ্দীন সরদার সংশোধন করে নেব এবং এ নামেই এখন থেকে সব জায়গায় পরিচিত হব।’ আমার আইডি কার্ড নং-৫৫৩৫৬৭৪২০০।
হলফনামায় উল্লেখ করে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।‘আমি মুসলমানদের আচার,ব্যবহার, ওয়াজ নসিহত, শুনিয়া মুগ্ধ হই এবং মনে মনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। আমি জানতে পারি ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের সকল নিয়ম-কানুন জেনে বুঝে এক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এবং তার প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ (সঃ) এর ওপর বিশ্বাস স্থাপন করেছি।
আমি অনেক চিন্তা ভাবনা করে আমার পিতা মাতার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করি। এবং শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শাকদহ দক্ষিন পাড়া মসজিদে মুসলমান ভাইদের সাথে আদায় করি।