সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা ভূমি অফিস তালা উপজেলা সদরে স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটায় ভূমি অফিসটি অবস্থিত। সম্প্রতি এটি তালায় স্থানান্তর করার পায়তারা চালানো হচ্ছে। পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছেন। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে।
তাই যে কোন মুল্যে এটি স্থানান্তর বন্ধ করার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল জানান, তালা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ড পদে সবসময় পদায়ন থাকে না। সে সময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়।
কিন্তু দুটি অফিস উপজেলা দুই প্রান্তে হওয়ায় কার্যক্রম ব্যহত হয়। এজন্য স¤প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানববন্ধন করেছেন।
তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যবর্তী স্থান এবং জেলার অন্যতম বাণির্জিক কেন্দ্র পাটকেলঘাটায় এ ভুমি অফিসটি বহু আগে থেকেই স্থাপিত হয়েছে।
এখান থেকে সকল ইউনিয়নের দীর্ঘ দিন ধরে সেবা নিয়ে আসছেন। এটি তালায় স্থানান্তরেই কোন প্রশ্নই ওঠেনা বরং এটি যেখানে আছে সেখানেই রাখতে হবে। তিনি এসময় এ অফিসটি যাতে পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।