সৈয়দ মাসুদ রানা ॥ পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে পিক আপসহ ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনে থেকে একটি নীল কালারের পিক আপ (খুলনা মেট্রো-ন-১১-১০৩৬) থেকে ২টি পাটের বস্তায় রক্ষিত ৬শ বোতল ও আরো ২টি প্লাস্টিকের কন্টিনারে ৪৮৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। যার অবৈধ বাজার মুল্য ১১লক্ষ ৯৪ হাজার ৬শ টাকা।

এসময় পিক আপ এর ড্রাইভার খুলনার দৌলতপুরের কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিল্টন (৩২) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও খালিশপুর ১২৭ নং রোডের হায়দার আলীর পুত্র সাগর হোসেন(৩৫) ও খালিশপুর পোড়াবাড়ী মজজিদের পাশে মৃত জমির উদ্দীন শেখের পুত্র সাদ্দাম হোসেন(৩০)কে আটক করে।

আটককৃত দু’জনের কাছে থাকা ৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৬ সিপিপি-৩, যশোরের ডিএডি আব্দুল মোতালেব ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪(গ)/৪১ এর ধারায় পাটকেলঘাটায় থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *