পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় হাইস্কুল রোডে শের আলী নার্সিং হোম এন্ড পাটকেলেশ্বরী ডায়াগনস্টিক সেন্টার এ প্রথম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া চক্ষু শিবির শুরু হয় বিরতীহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত চলে। চক্ষু শিবিরের দূর-দূরান্ত থেকে রোগীরা মাত্র ৩০ টাকা ফি জমা দিয়ে চক্ষু পরীক্ষা করে পাওয়ার নির্নয় ও চশমা প্রদান করা হয়।
সানি অপরেশন ও জটিল রোগীদের ক্লিনিকের সহযোগিতায় অপরেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। বুধবার চক্ষু শিবিরে উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সাইদুর রহমান, প্রতিষ্ঠানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অসিত কুমার ঘোষ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান ( মেডিকেল অফিসার) খুলনা শিরোমনি, সহকারী ম্যানেজার সুশান্ত কুমার ঘোষ, দীপক কুমার ঘোষ, সহকারী শফিকুল ইসলাম, নার্স সাদিকা খাতুন প্রমুখ।