সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি : বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখা পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউনিয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটা নীলিমা ইকো পার্কে সম্মেলন কমিটির আহবায়ক শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সম্মানিত অতিথি ছিলেন, তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ বক্তা জেলা কৃষকলীগ সাধারস সম্পাদক শেখ মনজুর হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ, ৩নং সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, ৩নং সরুলিয়া পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ৩নং সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুর রব পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু, কৃষকলীগ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি এ্যাডঃ নরনারায়ন ঘোষ, মোড়ল আব্দুর রশিদ, স ম আতিয়ার রহমান, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ ময়নুল ইসলাম, জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মুস্তারি সুলতানা পুতুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগ নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে তিন বছর মেয়ারী কমিটি’র সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শেখ তরিকুল ইসলাম কে সভাপতি ও শেখ খলিলুর রহমান কে সাধারন সম্পাদক করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ খলিলুর রহমান।