সৈয়দ মাসুদ রানা : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগমের আত্মার মাগফিতার কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানার সভাপতিত্বে ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক খান হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রয়াত আনোয়ারা বেগমের বর্ণাঢ্য জীবন ও স্মৃতি স্মরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, ৩নং সরুলিয়া ইউনিয়নের নব-র্নিবাচিত চেয়ারম্যান সাংবাদিক শেখ আব্দুল হাই, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি, যুগ্ন-সাংগঠনিক
সম্পাদক খলিলুর রহমান, অর্থ-সম্পাদক শাহিনুর রহমান, সদস্য ইউনুছ আলী সরদার, সাংবাদিক মুজিবর রহমান, আব্দুল মমিন, আমিনুর রহমান সোহাগ, রিপন হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, বাবলুর রহমান, শাহীন বিশ্বাস, আ’লীগ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, শ্রমিক নেতা শেখ আব্দুল হাকিম বাবু, আলমগীর মোড়ল, মাসুম বিল্লা, রাজীব বিশ্বাস, মামুন, শুভ, মেহেদী, মুর সালিন, আফ্রিদি প্রমূখ।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালন করেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।