নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এসএম শওকত হোসেন।
০৮ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় পরকুখরালী ঈদগাহ মোড়ে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেনের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল ইসলাম, সহ সভাপতি কুরবান আলী, সহ সভাপতি মুজিবর রহমান, সদস্য ইবাদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কবির হোসেন, হারুণ উর রশিদ, জাকির হোসেন, আব্দুল খালেক, বদিউর রহমান, মুজিবর রহমান, মাহবুব, আশুতোষ, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন সিতল সহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেন বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে ছিলাম, আছি এবং আজীবন দলের সাথে থাকবো।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ। আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফল ভাবে কাজ করেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের মূল্যবান সমর্থন থাকলে এবং আগামীতে চেয়ারম্যান হতে পারলে আপনাদের মর্যাদা আমি রখবো ইনশাল্লাহ।