দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়নের পলগাদায় বাড়ি থেকে উচ্ছেদ করতে ঐশি সুলতানা (২২) নামে গৃহবধৃকে মারপিট ও বসত বাড়ি ভাংচুর করার ঘটনা ঘটেছে। এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত ঐশি সুলতানা জানান, আমার স্বামী দিন মুজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গেল বছর সাপমারা খাল পুনঃখনন কালে আমরা বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ি। পরবর্তীতে খালপাড়ের এক টুকরো সরকারি জমিতে দেড় বছরের শিশুকে নিয়ে ঝুপড়ি বেঁধে আমরা বসবাস শুরু করি।
আমাদের পাশেই আমার ভাষুর রফিকুল ইসলাম, তার স্ত্রী সাজিদা বেগম বসবাস করেন। সম্প্রতি খালপাড়ে বসবাসরত ওই সরকারি খাস জমি থেকে আমাদের উচ্ছেদ এবং জায়গাটুকু দখলে নিতে ষড়যন্ত্র শুরু করেন ভাষুর রফিকুল। তারা আমাদের জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে আমার পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ভাষুর রফিকুল ও তার স্ত্রী সাজিদা বেগম আমাদের উচ্ছেদ করতে বসত ঘর ভাংচুর করতে থাকে। সেসময়ে বাঁধা দিতে গেলে তাকেও মারপিট করেন বলে জানান আহত ঐশি সুলতানা।
পরে আহত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়। একমাত্র আশ্রয়স্থল টুকু ভেঙে দেয়ায় বর্তমানে ঐশি সুলতানা তার দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, মারপিট ও বসতঘর ভাংচুরের ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।