স্টাফ রিপোর্টার : অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনি ইটাগাছা খড়িবিলা, গাজীপাড়া, ইটাগাছা নতুন গ্রাম, বিলপাড়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ২০০ শীতার্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন। গভীর রাতে শীতবস্ত্রসহ তাদের কাউন্সিলরকে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন।’
এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আবুল কালাম, ফজলু ঢালী, আরশাফ, নাজির, রফিকুল ইসলাম, সাকিব হোসেন ছট্রু, হাসিবুজ্জামান হাসিব, মো. নিশান, মো. ইমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে লোকজন জানান, রাতে হটাৎ গ্রামের অলি গলিতে আমাদের কাউন্সিলরকে দেখে আমরা চমকে গিয়েছিলাম। পরে দেখি তিনি শীতবস্ত্র (কম্বল) নিয়ে এসেছেন আমাদের জন্য।
গভীর রাতে চাওয়ার আগে শীতবস্ত্র দিয়ে গেলেন কাউন্সিলর কালু ভাই। আমরা তার সুস্থাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, শীতের সময় অসহায় পরিবাররা যাতে শীতবস্ত্রের জন্য কষ্ট না পায়। তাই, আমার নিজ উদ্যোগে এলাকায় শীতার্ত ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।