স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ রেজিঃ নং ৮৬/ সাত এর নবগঠিত কমিটির বিরুদ্ধে অন্তবর্তী কালীন কমিটি ও নির্বাচন কমিশন বিরোধিতা করে বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
তারা অভিযোগ করে বলেন, অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ ফরিদ হোসেন ও সদস্য শামসুজ্জামানের মদদে নির্বাচন কমিটির এর সভাপতি মোঃ আসাদুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত কমিটি ভাংতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা।
নতুন কমিটির সদস্যরা আরো অভিযোগ করে বলেন, তারা অবৈধ ভাবে পুনরায় মনোনয়ন পত্র বিক্রির লক্ষে গত ৫ তারিখে তফশিল ঘোষণা করে। যা সমবায় আইন পরিপন্থী। এর আগে উক্ত নির্বাচন নিয়ে গত ২২ ফেব্রুয়ারী ১২ টি পদের অনুকূলে ১২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়। এবং ২৪ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের দিন নির্বাচন কমিটির সভাপতি মনোনয়ন পত্র জমা না নিয়ে উল্টো জমা হয়নি বলে মিথ্যা তথ্য প্রচার করেন।
সরজমিনে যেয়ে দেখাযায় নির্বাচন কমিটির এক সদস্যের মাধ্যমে মনোনয়ন পত্র জমা নিয়ে উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিস্বাক্ষর করান। এবং নির্বাচন কমিটির আচারণে বীনা প্রতিদ্বন্দিতায় ওই ১২ জন নির্বাচিত হয়। তা সাতক্ষীরার বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সমিতির শেয়ার সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। শেয়ার সদস্যরা বলেন ট্রান্সপোর্ট বান্ধব ব্যবসায়ীদের মধ্যে সুন্দর একটি কমিটি নির্বাচিত হওয়ায় এবং ট্রান্সপোর্ট সমিতিকে আগামীতে উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এবং শেয়ার সদস্যদের
মধ্যে আনন্দ উৎফুল্ল প্রকাশ পেতে দেখাযায়।
অন্তবর্তী কালীন কমিটির আহবায়ক ও নির্বাচন কমিটির সভাপতি এমন নিয়মবহির্ভূত ভাবে পুনোরায় নির্বাচনের তফসিল ঘোষণা করায় ক্ষুদ্ধ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ শেয়ার সদস্যরা।
নির্বাচন কমিটির সভাপতির এমন আচারণের বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলার উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।