ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের শীর্ষ এক কর্মকর্তার নাম ভাঙিয়ে এলাকায় জমি দখল চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে চলেছে সাতক্ষীরা আলিপুর এলাকার সোলাইমান হোসেন নামের এক ব্যক্তি। সোলাইমান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারা টি গ্রামের মোহাম্মদ গনি মোড়লের ছেলে।
আলিপুর এলাকার কামাল হোসেন, ইমান আলী, মাসুদুর রহমান সহ একাধিক ব্যক্তি জানান, আলিপুর এলাকার সোলায়মান হোসেন পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে আলিপুর এলাকাসহ জেলাব্যাপী বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে।
সে কাউকে তোয়াক্কা করে না। তিন চারদিন আগে কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বারোশো বিঘা খাস জমি পাইয়ে দেওয়ার কথা বলে সাতক্ষীরা শহরের একটি অভিযাত রেস্তোরার কিচেনে দালাল সুমনের মাধ্যমে নলতা ইউনিয়নের ইমাদ আলী ও রবিউল ইসলামের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং জমি দেওয়ার পরে ৫ লাখ টাকা দিতে হবে এই মর্মে চুক্তি হয়।
একমাস আগে আলিপুর পুষ্পকাটি এলাকার হায়দারের পক্ষ নিয়ে বকুলের জমি দখল করে একইভাবে পুষ্পকাটি এলাকার নুরু ফকির ও শফিকুল উদ্দিন এদের জমির দালালি করে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করে। সোলাইমানের এহেন কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
শীর্ষ পুলিশ কর্মকর্তার শালা পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়ানো সোলাইমানের হাত থেকে রেহাই পেতে এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।