দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নের্তৃবৃন্দরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নের্তৃবৃন্দরা।
শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহযোগীতা চান নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
পাশাপাশি কোন ব্যাক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুশিয়ারি করেন পুলিশ সুপার।
শুভেচ্ছা বিনিময়কালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।