স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জেরধরে ব্রহ্মরাজপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই জনকে জখম করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উত্তরপাশে রাস্তার উপরে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে গুরুত্ব যখম হয়েছেন শহরের মুনজিতপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মাস্টারের ছেলে হাফেজ রাউফুজ্জামান (৩২) ও একই এলাকার মুনছুর আলরি ছেলে আব্দুল হামিদ(৪২)। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাউফুজ্জামান জানান, সোমবার বিকালে ব্যক্তিগত কাজে তিনি ব্রহ্মরাজপুরে যান। এসময় লোহার রড, চাপাতি, কোপা, চাইনিজ কোড়াল নিয়ে ৬টি মোটরসাইকেলে করে দহাকুলা পূর্বপাড়া গ্রামের তাজেল সরদারের ছেলে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর উমরা পাড়ার ইব্রাহিমের ছেলে রিপোন মোড়ল, সলেমানের ছেলে মেহেদী হাসান, নুনগোলা গ্রামের সাকারউদ্দীনের

ছেলে আজিবর ডাকাত, চাঁদপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আনিস ডাকাত, দামারপোতা গ্রামের আব্দুল খালেকের ছেলে কামরুজ্জামানসহ ১৪/১৫ জন সন্ত্রাসী এসে রাউফুজ্জামান ও আব্দুল হামিদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা এলাপাতাড়ি কুপিয়ে তাদের কে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত রাউফুজ্জামান আরো জানান, ৪০ বছর যাবত ব্রহ্মরাজপুর মৌজায় তাদের ভোগদখলীয় ১৬ বিঘা মৎস ঘেরসহ জমি রয়েছে। ওই জমি নিয়ে বিরোধ চলছিলো। এছাড়া রাউফুজ্জামান একটি হত্যা মামলার স্বাক্ষীরা হওয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় এজাহারের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *