নিজস্ব প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামে ইসমাইল বিশ্বাসের ছেলে আবুল হোসেন (২৯ কে মারপিট করার অভিযোগ উঠেছে।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোঃ সালাম হোসেন (৩০)সহ অজ্ঞাতনামা ২ জন অনলাইন জুয়া খেলা ক্যাসিনো ও ওয়ানএক্সবেট এর এজেন্ট হিসেবে কাজ করে। এলাকার তরুন উঠতি বসতি ছেলেদের অনলাইন জুয়া খেলায় আশাক্ত করে এবং মাদক বিক্রয় করে থাকে।
আবুল হোসেন তাদের অসামাজিক কার্যকালপে বাঁধা এবং নিষেধ করিলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনকে বিভিন্ন সময়ে হুমকি দেয়। এ ঘটনার জের ধরে ১ আগস্ট বিকাল ৪টার দিকে মোঃ সালাম হোসেন ও তার সহযোগি লোহার রড বাঁশের লাঠিসোটা নিয়ে ঝিটকি মোড়ে দোকানের সামনে আবুল হোসেন কে একা পাইয়া পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি কিলঘুষি মারপিট করে। সালাম হোসেন লোহার রড দিয়ে আবুল হোসেনের শরিরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট ও গুরুত্বর জখম করে।
একপর্যায়ে খুন জখম করার জন্য উদ্ধত হলে আবুল হোসেনের চিৎকারে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে। বর্তমানে আবুল হোসেন ও তার পরিরবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।