স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবু সায়ীদ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে দোয়া অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠান স্মরণসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। প্রধানঅতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা শেখ আলমগীর হাসান আলম, মহম্মদ আলী সুজন, খন্দকার আরীফ হাসান প্রিন্স, মোঃ কামরুল ইসলাম, আঃ সবুর খাঁন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক, কবির হোসেন সহ প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান। স্মরণসভা পরিচালনা করেন, পৌর আওয়ামী লীগের অন্যতম নেতা, শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি।