স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ইটাগাছায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এছাড়া দিন ব্যাপী কোরআন তেলোয়াত, ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়। কাল ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনছুর আলী, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু ঢালী, আব্দুর রশিদ প্রমুখ।
জাতীয় শোক দিবসে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রিশ ডেক খিচুড়ি রান্না করে উক্ত ওয়ার্ডের ইটাগাছা, ইটাগাছা পূর্বপাড়া, ইটাগাছা বিলপাড়া, ইটাগাছা পুলিশ ফাঁড়ি, রাইচপুর, খড়িবিলা, বাগবাটি সহ বিভিন্ন এলাকায় দুস্তদের মাঝে বিতরণ করা হয়।