আলতাফ হোসেন বাবু : ওরা ভেবে ছিল, তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তলন, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সৌজন্যে রবিবার সকাল থেকে ইটাগাছায় দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের উক্ত কর্মসূচী পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্নসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসিফ সাহবাজ খান, ইটাগাছা আইনুদ্দীন মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম।
এছাড়া উপস্থিত ছিলেন এড. আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, নূর আলী গাইন, রুহুল কুদ্দুস, যুগ্ন-সম্পাদক আবুল কাশেম, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা অমেদ আলী সরদার, নাজিম হোসেন, শহিদুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ।
এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বার্ষিকীতে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সৌজন্যে ওয়ার্ডের ইটাগাছা, বাঙালের মোড়, রইচপুর, খড়িবিলসহ বিভিন্ন স্থানে ২৭ ডেক রান্না করা খাদ্য বিভিন্ন মসজিদ, মাদ্রসা ও বাড়িতে বাড়িতে বিতরণ করা হয়।