তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তালা সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে ছাত্রদল সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি আঞ্চলিক ও অনলাইন পোর্টালে তালা বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবে তালা ছাত্রদলের।
শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে ছাত্রদল নেতা রিপন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা প্রেসক্লাবে কার্যলিয়ে তালা লাগিয়ে দেন উল্লেখ করা হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি ।
এসময় উপস্হিত ছিলেন ছাত্রনেতা মোঃ সৈকত, ৭ নং ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।