প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচানি গ্রামের মোঃ আলেক সরদারের ছেলে হবি। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে হবি বলেন, গত ১৬ মার্চ মঙ্গলবার সাতক্ষীরার কয়েকটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “সাতক্ষীরার এক পরিবারের ৪ জন কে পিটিয়ে জমি দখল, থানায় অভিযোগ দেওয়ায় নিরাপত্তাহীনতায় ওই পরিবার” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পুরোপুরি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রাণিত।
উক্ত সংবাদে আমাকে ও আমার ভাইদের মাদক ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে আমি ও আমার ভাইদের কেউ কোনো প্রকার মাদকের সঙ্গে যুক্ত নই। এছাড়া আমার পরিবারের কেউ কোন অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমি এই মিথ্যে সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।