১৫ ই নভেম্বর সোমবার ২০২১ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রে ১৪৪ সংখ্যায় শেষ পাতার ১ম ২ য় ও তৃতীয় কলমে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগে স্থান পেয়েছে জে এম বি, জামায়াত ও বি এন পি শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে কোন পুরানো পরিক্ষিত নেতা কর্মিদের সাধারন সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়নি আক্তারুল ইসলাম নামে যার কথা বলা হচ্ছে তার পরিবারের একাধীক সদস্য নাশকতা মামলার আসামি এবং জামায়াত শিবির সংশ্লিষ্টতা ও দলিও শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয় তার সাথে যাদের কথা বলা হচ্ছে তাদের কখনও কোন আন্দোলন সংগ্রামে দেখিনাই তাদের পরিবারের নামেও একই অভিযোগ তারা যে আওয়ামী লীগ সমার্থক তা আজই পত্রিকার কল্যানে জানতে পারলাম।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ মহাদয়ের কাছে যে অভিযোগ দেওয়া হয়েছে তার প্রতিবেদন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়েছেন।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচন নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা অসত্য বানোয়াট প্রকৃত ঘটনা প্রার্থী জানে ৭ নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী হওয়ার কারনে নৌকার প্রার্থী কে ডেকে নিয়ে জনসভায় পানির বোতল ও নৌকার প্রচারনা একই সাথে করা হয় যা সাতক্ষীরা পৌরসভায় আর কোথাও হয়েছে কিনা আমাদের জানা নাই।
সেলিম হোসেন বাবু ও আনিছুর রহমান খোকন কে সদস্য কার্ড দেওয়ার যে অভিযোগ বর্তমান সভাপতির বিরুদ্ধে করা হয়েছে তা সত্য নয়,ততকালীন সভাপতি মরহুম আঃ সামাদ খান তাদের কার্ডে সাক্ষর করে যার ফটোকফি সংযুক্ত করা হইলো, অথএব কিছু দলছুট নেতাদের অসত্য তথ্যের ভিত্তিতে করা উক্ত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, পৌর শাখা সাতক্ষীরা।