প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সদরের মাহমুদপুর গোয়ালপাড়া এলাকার ইসরাফিল সরদার ও বাদামতলা গাংনীয়ার আজিজুল ইসলাম পলতা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরার আঞ্চলিক পত্রিকা দৈনিক কালের চিত্রে প্রকাশিত “ সীমান্তে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া” শিরনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রাণিত। আমাদের নামে কোনো মাদকের মামলা নেই। এছাড়া আমাদের কোনো প্রকার মাদকের সাথে সম্পৃক্ততা নেই। কে-বা কারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিকদের প্রতি আহবান থাকবে এমন মিথ্যা ভিত্তিহীন বিভ্রান্তকর সংবাদ প্রকাশ না করতে।