গত ১/০২/২০২২ তারিখে সমাজের আলো নামক অনলাইন নিউজ পোর্টালে “সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ার সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম সবসময় সরকারি দলে থাকতে পছন্দ করেন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির নেতা পরিচয় দানকারী আ’লীগের সুবিধাভোগী কতিপয় দুস্কৃতকারী ও স্বার্থন্বেশী ব্যাক্তি আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম সুখ্যাতি সন্মান ক্ষুন্ন করতে হীন সংবাদ প্রকাশ করিয়েছে।
আমি কালিগঞ্জ সদরের কুশুলিয়া ইউপি থেকে ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ও ২০১৮ সাল হতে-২০২১ পর্যন্ত চেয়ারম্যান হিসাবে অতি সুনামের সাথে জনকল্যানে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে থেকে গুরুত্বপুর্ণ ভুমিক পালন করেছিলাম।
এছাড়া আমি উপজেলা বিএনপি’র সহ সভাপতি পদে থেকে দীর্ঘদিন শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে সাংগঠনিক কাজ করে আসছি। বিএনপির সকল আন্দোলন সংগ্রামে শতস্ফুর্ত অংশগ্রহন করেছি বলেই সহিংসতা মামলার আসামী হয়ে কারাবরণ করতে হয়েছে। তবুও আমি অবিচল থেকে দলের সকল কর্মসূচী পালন করে আসছি। এক্ষনে আমাকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্র ও হয়রানী মুলক সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শেখ এবাদুল ইসলাম
সাবেক চেয়ারম্যান, কুশুলিয়া।
ও সহ সভাপতি, উপজেলা বিএনপি, কালিগঞ্জ, সাতক্ষীরা।