অনলাইন ডেস্ক : জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব মাঝপথে বাতিল করেছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বআসরে জায়গা করে নিয়েছে। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিলো টিম টাইগ্রেস।

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে ৫০ ওভারের ক্রিকেটে ৮ দলের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াই। আফ্রিকার কিছু দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনিবার বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় আইসিসি। জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচে এখন বাংলাদেশ।

বাছাইপর্বে দারুণ করছিল নিগার সুলতানা জ্যোতির দল। বাছাইপর্বে নামতে হলেও বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে সুপার সিক্সের পথেই ছিলেন সালমা-রুমানারা।

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি তিন দল নিশ্চিত হল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। জিম্বাবুয়ে যাওয়ার আগে বাংলাদেশ ছিল টেবিলের আট নম্বরে। তিন ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে এসেছে পাঁচ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *