চট্টগ্রাম, ২ আশ্বিন (১৭ সেপ্টেম্বর) : প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল কাল (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
ফাইনালে অংশ গ্রহণকারী দল দুটি হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও নটরডেম কলেজ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
সকাল ১০টায় আয়োজিত ফাইনাল উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন পিএএ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য প্রমূখ। সূত্র- পিআইডি চট্টগ্রাম