দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের অভিযানে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার গাড়ীবহর হামলা মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা
হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামী ইয়াছিন আলী (৪২)। সে রায়টা গ্রামের
আক্তার আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার(৯ আগষ্ট) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামী ইয়াছিনের বাড়ি
থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নামে আদালতে এসটিসি-২০৮/১৫,জিআর-২৫৯/১৪সহ ৪টি মামলা রয়েছে । এর মধ্যে ১টি মামলায় ৪ বছর ৬ মাস কারাদন্ড, অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেনে বিজ্ঞ আদালত বলে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে মঙ্গলবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।