স্টাফ রিপোর্টার : আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রূপকার বিশ্ব মানবতার মমতাময়ী মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় শহরের খুলনারোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উদযাপনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর সভাপতি ও এমআর বিজন্সে গ্রুপের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, এমআর বিজন্সে গ্রুপের পরিচালক শফিউল্লাহ রাজু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সহ-সভাপতি হাজী মহসিন মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন আফসার আলী, মেহেদি হাসান, জাকির হোসেন, জালাল উদ্দীন, সাবুর আলী প্রমুখ।
প্রস্তুতিসভায় আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রূপকার বিশ্ব মানবতার মমতাময়ী মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি গ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।