মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ¦ শেখ আমজাদ হোসেন।
শোক বার্তায় আলহাজ¦ শেখ আমজাদ হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। আলহাজ¦ শেখ আমজাদ হোসেন এইচটি ইমামের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।