স্টাফ রিপোর্টার: শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২ টায় শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মমিনূল ইসলামের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কর্মচারি কল্যান সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এজাজ আহম্মেদ, হাসানুর রহমান, আবু তাহের, লিয়াকত আলী, সিদ্দিকুর রহমান, সহকারি প্রধান শিক্ষক এস এম আব্দুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নেতা শিক্ষক মো: শফিকুর রহমান ও মো: রুস্তম আলী।