দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের
এডহক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন প্রভাষক শেখ মো: আলকামুন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মুরারীকাটি ইউনাইটেড
মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬
জুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যকি শিক্ষা বোর্ড-যশোর বিদ্যালয় পরিদর্শক ড.
বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত বিঅ-৬/৪৭৮২/৩৭,১১,৪০৪১,৫০১,০১,৬,২০.৪০০২
স্মারকে এডহক কমিটি’র অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটির আহবায়ক হলেন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের প্রভাষক শেখ মো: আল কামুন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাধারন শিক্ষক সদস্য মো: আব্দুল্লাহ ও অভিভাবক সদস্য মো: আব্দুল্লাহ আল
জিয়াদ। আগামী ৬ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে অনুমোদন পত্রে
জানা যায়।