দিনাজপুর, ফুলবাড়ী প্রতিনিধি(আল আমিন) : আসন্ন পৌর নির্বাচনের প্রথম ধাপে ফুলবাড়ী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন অফিস। এই নির্বাচন একটি মডেল নির্বাচন হবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
ফুলবাড়ী পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তাই চিন্তার কোনো কারন নেই।ইভিএএম এর মাধ্যমে কম সময়ে কাজ সম্পাদন করা সম্ভাব। ফুলবাড়ীতে পৌর নির্বাচনে প্রতিদন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তবে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম আরো বলেন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা হল রুমে নির্বাচন অফিসের আয়োজনে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃংখলা রক্ষায় প্রতিদন্দী প্রার্থীদের সাথে এই মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম, জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক।
জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, নির্বাচনের জন্য তিনজন ম্যাজিষ্ট্রেড নিয়োগ দেয়া হয়েছে, সার্বক্ষনিক তারা পর্যবেক্ষণ করবেন। এছাড়াও নিরাপত্তার জন্য পর্যাপ্ত র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্য মোতায়ন থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেড আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী রাইহানুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলামসহ গনমাধ্যমকর্মী বৃন্দ।
০৪ জন মেয়র র্প্রাথী, ২৯ জন কাউন্সিলর প্রার্থী ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সকলেই উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার ওয়াজেদ আলী জানান, ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। ১০টি ভোট কেন্দ্রে ৯৪ টি বুথে ভোট গ্রহন হবে।